টাইগার হিল, টংলু, গাজলডোবায় ২৫ টি ইকো-ফ্রেন্ডলি কটেজ রাজ্য সরকারের

উত্তরবঙ্গের পর্যটন শিল্পের উন্নতির জন্য ২৫ টি ইকো-ফ্রেন্ডলি কটেজ তৈরি করতে চলেছে রাজ্য সরকার। উত্তরবঙ্গের গাজলডোবা, টাইগার হিল ও টংলুতে রাজ্য পর্যটন দফতর ও রাজ্য বন দফতরের যৌথ উদ্যোগে এই কটেজগুলি নির্মাণ হবে বলে রাজ্য প্রশাসন সূত্রে খবর। এ বছর দুর্গাপুজোর আগেই গাজোলডোবায় ১৫ টি, টাইগার হিল এবং টংলুতে পাঁচটি করে ইকো-ফ্রেন্ডলি কটেজ গড়ার পরিকল্পনা রয়েছে। গাজোলডোবাতে ২১০ একর জমির ওপর ‘ভোরের আলো’ প্রকল্পের কাজ চলছে জোরকদমে। এই প্রকল্পের মধ্যেই ইকো-ফ্রেন্ডলি কটেজগুলি তৈরি করা হবে।
অন্যদিকে দার্জিলিং থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে টাইগার হিল ‘সানরাইজ পয়েন্ট’ পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। ওই জায়গায় মোট পাঁচটি কাঠের কটেজ তৈরির পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। দু’জন করে থাকতে পারবেন প্রতিটি অত্যাধুনিক কটেজে। এছাড়া টংলুতে মহিলা ও পুরুষদের আলাদা আলাদাভাবে থাকার জন্য দুটি ডর্মিটরিও তৈরি হবে। দশ শয্যা বিশিষ্ট প্রত্যেক কটেজে থাকবে সমস্ত আধুনিক সুযোগ সুবিধা। সান্দাকফুতে ট্রেকিং-এ যাওয়ার পথে এই টংলু হিল বিশেষ জনপ্রিয় পর্যটকদের মধ্যে। উত্তরবঙ্গের তিন জায়গার ইকো-ফ্রেন্ডলি কটেজগুলি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ হয়ে উঠবে, আশাবাদী রাজ্য প্রশাসন।

Comments are closed.