ভারতীয় সেনাবাহিনীতে ধর্মীয় শিক্ষক নিয়োগ,তদন্তে সিবিআই

ভারতীয় সেনাবাহিনীতে নিয়ম ভেঙে ধর্মীয় শিক্ষক নিয়োগের অভিযোগে বেশ কয়েকজন সেনা আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিবিআই। অসৎ উদ্দেশ্যে অপরাধমূলক ষড়যন্ত্রে সামিল থাকায় সেনাবাহিনীর বেশ কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল এস শ্রীনিবাস রাও মঙ্গলবার এফআইআর দায়ের করেন। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর,আধ্যাত্মিকতা ও ধর্মীয় ভাবধারা সেনা জওয়ানদের মধ্যে প্রসারিত করার জন্য ২০১৩ সালের জুলাই মাসে হায়দরাবাদের আর্টিলারি সেন্টারে ধর্মীয় শিক্ষক নিয়োগ করা হয়েছিল। কম পক্ষে ১৭জন সেনা আধিকারিক এই ষড়যন্ত্রমূলক অপরাধের সঙ্গে জড়িত। ষড়যন্ত্রের প্রধান অভিযুক্ত এই মুহূর্তে সেনাবাহিনীর ৩২ ফিল্ড রেজিমেন্টের কর্মরত রয়েছেন। সূত্রের মতে, বাহিনীর মধ্যে এই অপরাধের প্রক্রিয়া চালিয়ে যেতে তিনি একাধিকবার ঘুষ নিয়েছেন, সিলেকশান প্রক্রিয়াকে প্রভাবিত করেছেন। পাশাপাশি, আর্থিক প্রয়োজন মেটাতে বিভিন্ন ব্যাক্তির অ্যাকাউন্ট নয়ছয়ও করেছেন। সরকারি কর্মচারীদের জন্য ১৯৮৮ সালের দুর্নীতি দমন আইনের সেকশন ৭ অনুযায়ী মামলা দায়ের করেছে সিবিআই। সেনাবাহিনীর মতো একটি সরকারি প্রতিষ্ঠানে কোনেও বিশেষ সম্প্রদায়ের ভাবধারা ছড়ানোর এই প্রচেষ্টা যথেষ্ট বিতর্কের সৃষ্টি করেছে।

Leave A Reply

Your email address will not be published.