রাজস্থানের মুখ্যমন্ত্রী হলেন অশোক গেহলট, উপমুখ্যমন্ত্রী শচিন পাইলট

দু’দিন ধরে টালবাহানা এবং দীর্ঘ বৈঠকের পর রাজস্থানের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করল কংগ্রেস। রাজস্থানের মুখ্যমন্ত্রী হলেন প্রবীণ নেতা অশোক গেহলট। শচীন পাইলটকে করা হল উপমুখ্যমন্ত্রী। প্রবীণের অভিজ্ঞতা ও নবীনের কাজ রাজস্থানকে এগিয়ে নিয়ে যাবে বলে সাংবাদিক বৈঠকে ঘোষণা করেন কংগ্রেস নেতা বেনুগোপাল।
সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানান, নির্বাচনের আগে দেওয়া সমস্ত প্রতিশ্রুতি রক্ষা করবে তাঁর সরকার। নির্বাচনের আগে কৃষকদের মুকুব ঋণ মুকুবের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন রাহুল গান্ধী তা কার্যকর হবে। রাজ্যে কৃষকের স্বার্থরক্ষা, বেকারদের কর্মসংস্থান হবে তাঁর সরকারের মূল লক্ষ্য। বিজেপিকে কটাক্ষ করে অশোক গেহলট বলেন, রাজ্যে কুশাসন চলছিল। দ্রুত রাজ্যের সুশাসন আনাই হবে নতুন সরকারের লক্ষ্য।

Comments are closed.