অসমে প্রায় ৪০ লক্ষ মানুষের নাম নেই নাগরিকপঞ্জিতে, রাজ্যজুড়ে কড়া নিরাপত্তা।

অসমে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্সের (এনআরসি) খসড়া তালিকা থেকে বাদ গেল প্রায় ৪০ লক্ষ মানুষের নাম। যাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে অসমের বিভিন্ন জায়গায়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নামানো হয়েছে প্রচুর আধা সেনা। প্রকাশিত তালিকা থেকে জানা গিয়েছে, নাগরিকত্বের জন্য ৩ কোটি ৩০ লক্ষ মানুষ আবেদন করেছিলেন। তার মধ্যে ২ কোটি ৯০ লক্ষের নাম প্রকাশিত হয়েছে। যদিও এনআরসি’র পক্ষ থেকে জানানো হয়েছে, এই তালিকাই চূড়ান্ত নয়। এটি খসড়া মাত্র। যাঁদের নাম বাদ গিয়েছে তাঁরা ফের আবেদন করতে পারবেন।
এনআরসি’র খসড়া তালিকা প্রকাশকে কেন্দ্র করে ইতিমধ্যেই গত কয়েক মাস ধরে রীতিমতো টেনশন তৈরি হয়েছে অসমের বিভিন্ন এলাকায়। বড়াপেটা, ধুবড়ি, করিমগঞ্জসহ ১৪ টি জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। রাজ্যের বিভিন্ন জায়গায় প্রায় ২২০ কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রায় ৪০ লক্ষ মানুষের নাম খসড়া তালিকা থেকে বাদ যাওয়ার পরিপ্রেক্ষিতে যে কোনও সময় রাজ্যের বিভিন্ন জায়গায় বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলিতে গণ্ডগোলের আশঙ্কা করছে কেন্দ্রীয় সরকারও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ জানিয়েছেন, খসড়া তালিকা থেকে যাঁদের নাম বাদ গিয়েছে তাঁরা ফের আবেদনের সুযোগ পাবে।

Leave A Reply

Your email address will not be published.