বাগরি মার্কেটের আগুনের পেছনে কি নাশকতা? অগ্নিকাণ্ডের মুহূর্তের ভিডিও দেখে ৪ যুবকের খোঁজে পুলিশ। কী আছে ভিডিওতে দেখুন

বাগরি মার্কেটের আগ্নিকাণ্ডের পেছনে কি কোনও নাশকতা আছে? শনিবার গভীর রাতে বাগরি মার্কেটে আগুন লাগার পর একটি ভিডিও হাতে আসার পর নাশকতার তত্ত্ব উড়িয়ে দিচ্ছে না পুলিশ। আগুন লাগার প্রায় সঙ্গে সঙ্গেই এক প্রত্যক্ষদর্শী মোবাইল ফোনে বাগরি মার্কেটের একটি ভিডিও রেকর্ড করেন। তা এসেছে পুলিশের হাতে। পুলিশ সূত্রে খবর, এই ভিডিওটি তোলা হয়েছে রাত আড়াইটে নাগাদ। ভিডিওতে দেখা যাচ্ছে, আগুন লেগেছে বাগরি মার্কেটের বাইরের দিকে, ভেতরে নয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ভিডিওতে দেখা যাচ্ছে, ঘটনাস্থল থেকে দৌড়ে পালাচ্ছে দুই যুবক। আর অন্য দুজন দ্রুত মোটর সাইকেল চালিয়ে বেরিয়ে যাচ্ছে।

এই ভিডিওটি বারবার খতিয়ে দেখছেন গোয়েন্দারা। খোঁজ চলছে এই চার যুবকের। কেন আগুন দেখেই তারা দৌড়ে এবং মোটর সাইকেলে দ্রুত ঘটনাস্থল থেকে বেরিয়ে গেল তা জানার চেষ্টা করছেন লালবাজারের গোয়েন্দারা। পুলিশ জানাচ্ছে, এই ভিডিও হাতে মেলার পর নাশকতার তত্ত্ব সামনে আসছে। তদন্তে নতুন সূত্র এসেছে এই ভিডিও দেখে। যদিও এর পেছনে নাশকতা আছে কিনা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। এমনও হয়তো হতে পারে, আগুন দেখে তারা কাউকে ডাকতে যাচ্ছে বা সাহায্য চাইতে যাচ্ছে কোথাও। বা কাউকে খবর দিতে যাচ্ছে আগুনের। আবার এমনও হতে পারে তারা এই অগ্নিকাণ্ডের সঙ্গে কোনওভাবে যুক্ত। এই চারজনকে চিহ্নিত করতে না পারলে তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। পুলিশ জানাচ্ছে, প্রাথমিকভাবে জানা গেছে, বাগরি মার্কেটে আগুন লেগেছে বাজারের বাইরের একটি ডালা থেকে। তারপর তা মার্কেটের ভেতরে ঢুকেছে। মার্কেটের ভেতরে প্রচুর দাহ্য বস্তু ছিল। বাইরের ডালা থেকে আগুন মার্কেটের দোতলায় পৌঁছায় এবং মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে।

Comments are closed.