বিজেপি বাংলা বিরোধী, উগ্রপন্থা চিন্তাধারা ছড়িয়ে দেশে বিভেদ সৃষ্টি করছেঃ মমতা বন্দ্যোপাধ্যায়

বিজেপিকে সরাসরি বাংলা বিরোধী বলে চিহ্নিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসমের এনআরসি ইস্যু প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি বাংলাকে সম্মান করে না, হিন্দিকেও সম্মান করে না। শুধু উগ্রপন্থা চিন্তাধারা ছড়িয়ে প্রতিহিংসামূলক আচরণ করছে। মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করছে।
শনিবারই অমিত শাহ কলকাতার জনসভায় শরণার্থী বনাম অনুপ্রবেশকারী ইস্যু তুলে তৃণমূলকে আক্রমণ করেছিলেন।
এদিন কারও নাম না করেই বিধানসভায় নিজের ঘরে  বিজেপিকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। বলেন, বিজেপি বাংলাকে ভয় পায়। দেশে একটা বিভেদের পরিবেশ সৃষ্টি করেছে। আমাকে বললে তো আমিও মায়ের বার্থ সার্টিফিকেট দিতে পারব না। অথচ এই সব ইস্যু তুলে অসমের সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে।

Comments are closed.