শহরে ভয়াবহ দুর্ঘটনা, ভেঙে পড়ল মাঝেরহাটে ব্রিজ, মৃত অন্তত ১, জখম বহু। দেখুন ভিডিও

দিনের ব্যস্ত সময়ে, বিকাল সাড়ে ৪ টে নাগাদ তাসের ঘরের মতো ভেঙে পড়ল মাঝেরহাট ব্রিজ। প্রাথমিকভাবে মৃতের সংখ্যা ১ । আহত কমপক্ষে ২০। ব্রিজের তলায় পাঁচটি গাড়ি, মিনিবাস ও বেশ কিছু বাইক চাপা পড়েছে বলে জানা গেছে। ধ্বংসস্তুপের তলায় বেশ কিছু মানুষ আটকে পড়েন। ব্রিজের উপর দিয়ে যখন যানবাহন চলাচল করছিল সে সময়,ব্রিজের অ্যাপ্রোচ রোড যেটি মাঝেরহাট স্টেশনের দিকে, সেই অংশটিই ভেঙে পড়েছে বলে জনা গেছে। ওই এলাকায় যেহেতু মেট্রো রেলের কাজ ও রাস্তা সংস্কারের কাজ হচ্ছিল, তাই বেশ কয়েকজন নির্মাণ কর্মী ভেঙে পড়া ব্রিজের নীচে আটকে পড়েন বলে অনুমান। উদ্ধারকার্যে নেমেছে, পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেনা বাহিনী ও দমকল দফতর। বেশ কয়েকজন আহতকে উদ্ধার করে এসএসকেএম এবং সিএমআরআই হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। বন্ধ রয়েছে শিয়ালদহ বজবজ শাখায় ট্রেন চলাচল। এই দুর্ঘটনার ফলে বিচ্ছিন্ন বেহালা ও খিদিরপুরের মধ্যে যোগাযোগ। রাজ্য সরকারের পিডব্লডি বিভাগের দায়িত্ব ছিল এই ব্রিজটি রক্ষণাবেক্ষনের।

ঘটনার খবর পেয়ে দার্জিলিং থেকে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘খবরটা পেয়ে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। হতাহতের সংখ্যা পুরো জানা যায়নি। ঘটনাস্থল থেকে পুলিশ জানিয়েছে, ব্রিজের উপর যাঁরা ছিলেন, আহত অবস্থায় তাঁদের সকলকেই উদ্ধার করা সম্ভব হয়েছে।’ তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বেশ কয়েকজন নির্মাণকর্মী যাঁরা ব্রিজের নীচে ছিলেন, তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে। মুখ্যমন্ত্রী জানান, ঘটনার খবর পেয়ে তিনি এবং মুখ্যসচিব এদিনই বিমানে কলকাতায় ফিরতে চেয়েছিলেন, কিন্তু বাগডোগরা থেকে রাতে কোনও বিমান বা চাটার্ড ফ্লাইট না মেলায় তাঁরা ফিরতে পারছেন না।

Comments are closed.