সোশ্যাল মিডিয়ার যুগেও বইয়ের বিকল্প নেই, বইমেলার উদ্বোধন করে বললেন মুখ্যমন্ত্রী

এই কম্পিউটারের যুগেও বইয়ের ভূমিকা এতটুকুও কমেনি। ফেসবুক বা ট্যুইটারের মতো সোশ্যাল মিডিয়ায় লেখালেখি বা সাহিত্য চর্চা অবশ্যই অভিনন্দনযোগ্য, তবে বইয়ের কোনও বিকল্প তৈরি হয়নি, বৃহস্পতিবার ৪৩ তম কলকাতা বইমেলার উদ্বোধনে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, কম্পিউটার যতই থাক, হাতের কাছে বই লাগেই। কলকাতার বইমেলা নিয়ে মানুষের এত আগ্রহ ও উন্মাদনা আর কোথাও হয় কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আর কোনও বইমেলায় এমন ভিড় হয় বলে তাঁর জানা নেই। মমতা বলেন, বই দেখার, বই কেনার, বইকে জানার এই উৎসব মানুষকে বুঝতে শেখায় ভালো-খারাপের ফারাককে। মুখ্যমন্ত্রী বলেন, দুর্গাপুজো থেকে বইমেলার উৎসব, এই বাংলায় উৎসব মানেই তা অন্য মাত্রা পায়।
তাঁর সহাস্য উক্তি, বই প্রীতি বাড়ুক। বইয়ের সংসার বাড়ুক। এই বইমেলায় মুখ্যমন্ত্রীর লেখা নতুন বই, ‘বিপন্ন ভারত’ প্রকাশিত হয়েছে। তাঁর কথায়, যতটুকু সময় পাই লেখার চেষ্টা করি। এবারের বইটা কিছুটা রাজনীতি ঘেঁষা।
বইমেলা উৎসব থেকে সদ্য প্রয়াত গায়ক দ্বিজেন মুখোপাধ্যায়, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে স্মরণ করেন মুখ্যমন্ত্রী।

Comments are closed.