অনুমতি না নিয়ে বিজ্ঞাপনে নাম, প্রধানমন্ত্রীর নামে থানায় অভিযোগ তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে থানায় লিখিত অভিযোগ জানালেন তৃণমূল বিধায়ক এবং শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। উত্তরবঙ্গের ময়নাগুড়িতে শুক্রবার সভা ছিল নরেন্দ্র মোদীর। সেই সভা শেষে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ জানালেন তৃণমূলের আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী। তাঁর অভিযোগ, কোনও অনুমতি ছাড়াই, প্রধানমন্ত্রীর সভার বিজ্ঞাপনে তৃণমূলের একাধিক নেতার নাম ব্যবহার করা হয়েছে। প্রধানমন্ত্রীর সভার বিজ্ঞাপনে তৃণমূলের নেতাদের নাম ব্যবহার করায় দলীয় কর্মী-সমর্থকরা বিভ্রান্ত হয়েছেন বলে দাবি সৌরভ চক্রবর্তীর। সৌরভ চক্রবর্তী জানান, ৩১ ডি জাতীয় সড়কের যে উদ্বোধন এদিন মোদী করেছেন, তার বিজ্ঞাপনে তাঁর এবং আরও কয়েকজন তৃণমূল নেতার নাম ও ছবি ব্যবহার করা হয়েছে। কিন্তু তার জন্য তাঁদের কোনও অনুমতি নেওয়া হয়নি।

Comments are closed.