রাজস্থানের বিধানসভা উপ নির্বাচনে বড় ব্যবধানে বিজেপিকে হারাল কংগ্রেস, হরিয়ানায় উপ নির্বাচনে এগিয়ে বিজেপি

রাজস্থানের রামগড় বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে বিজেপিকে হারিয়ে জিতল কংগ্রেস। বিএসপি প্রার্থীর মৃত্যুর জন্য গত ডিসেম্বরে রাজস্থান বিধানসভা নির্বাচনের সময় এই রামগড় আসনে ভোট স্থগিত রাখা হয়েছিল। সেই আসনের উপ নির্বাচনে জিতে কংগ্রেস এবং তাদের জোট রাজস্থানে ২০০ র মধ্যে ১০০ টি আসনে পৌঁছোল। পাশাপাশি হরিয়ানার জিন্দ কেন্দ্রের উপ নির্বাচন হয়েছিল, শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে বিজেপি প্রায় ১৫ হাজার ভোটে এদিয়ে রয়েছেন।
তবে রাজস্থানের রামগড় আসনে কংগ্রেসের বড় ব্যবধানে জয় রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, গত বিজেপি শাসনের সময় এই রামগড় এলাকায় গো-রক্ষা বাহিনীর হাতে এক মুসলিম ব্যক্তি খুন হয়েছিলেন। সেই ঘটনা এই উপনির্বাচনে ব্যাপকভাবে প্রচারে আসে এবং এলাকায় পুরোপুরি মেরুকরণের পরিস্থিতি তৈরি হয়। এই অবস্থায় কংগ্রেস প্রার্থী সাফিয়া জুবের বড় ব্যবধানে হারালেন বিজেপি প্রার্থীকে।

Comments are closed.