চার বছরে প্রধানমন্ত্রীর বিদেশ ভ্রমণের খরচ ৩৫৫ কোটি টাকা, তথ্য প্রকাশ আরটিআইয়ে

দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ যাত্রা নিয়ে প্রায়শই তাঁকে খোঁচা দেন বিরোধীরা। বলেন প্রধানমন্ত্রী দেশে কম, বিদেশে বেশি থাকেন। ক্ষমতায় আসার পর বিগত চার বছরে কতবার বিদেশ ভ্রমণ করেছেন প্রধানমন্ত্রী আর তাঁর সেই সব বিদেশযাত্রার খরচই বা কত? এই সকল তথ্য জানতেই আরটিআই করেছিলেন বেঙ্গালুরুর এক ব্যক্তি। সেই সূত্রেই সম্প্রতি সামনে এসেছে নরেন্দ্র মোদীর বিদেশ সফরের নানা তথ্য।
জানা গেছে, বিগত চার বছরে দেশের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী মোট ৪১ বার বিদেশ সফরে গেছেন। ঘুরেছেন বিশ্বের ৫০ টি দেশ। মোট ১৬৫ দিন তিনি বিদেশে কাটিয়েছেন এই চার বছরে। আর তাঁর বিদেশ সফরের খরচ? আরটিআই মারফত প্রকাশিত তথ্য অনুযায়ী, নরেন্দ্র মোদীর বিদেশ সফরের জন্য খরচ হয়েছে ৩৫৫ কোটি টাকা। প্রকাশিত খরচের মধ্যে প্রধানমন্ত্রীর বিদেশ সফরে ব্যবহৃত ৩০ টি চাটার্ড ফ্লাইটের হিসাব ধরা থাকলেও, ১২ টি চাটার্ড ফ্লাইটের খরচের হিসাব এখনো করা হয়নি বলে প্রধানমন্ত্রীর দফতরের তরফে জনানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.