প্রয়াত সাহিত্যিক দিব্যেন্দু পালিত, বয়স হয়েছিল ৭৯ বছর

প্রয়াত হলেন সাহিত্যিক দিব্যেন্দু পালিত। বুধবার অসুস্থ অবস্থায় যাদবপুরের এক হাসপাতেলে ভর্তি করা হয়েছিল দিব্যেন্দু পালিতকে। বৃহস্পতিবার দুপুর প্রায় ১২ টা নাগাদ তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৭৯ বছর। বিহারের ভাগলপুরে জন্ম দিব্যেন্দু পালিতের। আনন্দ পুরস্কার, সাহিত্য অ্যাকাডেমিসহ একাধিক সম্মানে ভূষিত হন দিব্যেন্দু পালিত।
বুধবার সন্ধ্যায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক দিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন। শ্বাসকষ্টে ভুগছিলেন। এদিন সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। চিকিৎসকরা জানিয়েছেন, খুবই গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। দিব্যেন্দু পালিতের প্রথম প্রকাশিত গল্প ছন্দপতন।

Comments are closed.