দুর্গাপুজো কমিটিগুলিকে আয়কর দফতরের নোটিশ নিয়ে কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রীর

দুর্গা পুজো কমিটিগুলোকে আয়কর দফতরের নোটিশ পাঠানো নিয়ে এবার কেন্দ্রের মোদী সরকারকে আক্রমণ বাংলার মুখ্যমন্ত্রীর। বারাসতে যাত্রা উৎসবের সূচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে বলেন, পুজো কমিটিগুলো লাভ করার জন্য দুর্গা পুজো করে না। কিন্তু তাদেরও নোটিশ পাঠিয়েছে আয়কর দফতর। তাঁর কটাক্ষ, সবাই ইনকাম ট্যাক্স দেবে, আর নিজেরা শুধু ইনকাম করবে!
কেন্দ্রের সরকার নির্বাচন আসছে বলে নানাভাবে শুধু মানুষকে ভাঁওতা দিচ্ছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। বলেন, নির্বাচন আসছে, আর ভোটবাবুরা দাঁড় কাকের মতো ‘কা কা’ ডাকতে শুরু করেছে। তাঁর অভিযোগ, বিজেপি সরকারের আমলে সারা ভারতে ২ কোটি লোক বেকার হয়েছে, তবে এরাজ্য একমাত্র জায়গা, যেখানে ৪০ শতাংশ বেকার কমেছে।
সম্প্রতি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে নিয়ে মুক্তিপ্রাপ্ত ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ সিনেমার সমালোচনা করে মমতা বলেন, বিকৃত করে সিনেমা তৈরি হচ্ছে। অ্যাক্সিডেন্টাল পিএম তো সবাই। এরপর ‘ডিজাস্ট্রাস পিএম’ নামে সিনেমা তৈরি হবে। নাম না করে নরেন্দ্র মোদীকে ইঙ্গিত মমতার।

Comments are closed.