দেশের ২৪টি নকল শিক্ষা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করল ইউজিসি

দেশের ২৪টি নকল ইউনিভার্সিটির তালিকা প্রকাশ করল ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন বা ইউজিসি। যার মধ্যে আটটি প্রতিষ্ঠানই রয়েছে দিল্লিতে। এই প্রতিষ্ঠানগুলিতে কেউ যেন ভর্তির আবেদন না করেন, সেই বিষয়ে সতর্ক করা হয়েছে ইউজিসির পক্ষ থেকে। পাশাপাশি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে গৃহীত ডিগ্রিও বৈধ হিসেবে গন্য করা হবে না বলেও জানিয়ে দিল কমিশন। তাদের ওয়েবসাইটেও এই বিষয়ে তথ্য প্রকাশ করা হয়েছে। দিল্লি ছাড়াও এই তালিকায় বিহার,উত্তর প্রদেশ,কর্ণাটক, কেরালা,মহারাষ্ট্র, ওড়িশা, পশ্চিমবঙ্গ ও পন্ডিচেরির একাধিক প্রতিষ্ঠানের নাম রয়েছে। কলকাতায় অবস্থিত ইন্সস্টিটিউট অব অল্টারনেটিভ মেডিসিন রিসার্চের নামও তালিকায় রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.