ওড়িশাতে তিন কেজি ওজনের শিলাখণ্ড, দ্রুত পরিবেশ বদলের কারণে শঙ্কিত বিজ্ঞানীরা

ওড়িশার ময়ূরভঞ্জ এবংবালেশ্বর জেলায় তিন কেজি ওজনের শিলাখণ্ড পড়াকে কেন্দ্র করে ছড়াল তীব্র চাঞ্চল্য। ময়ূরভঞ্জ জেলার ভীমাদা গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, খুব সম্প্রতি তীব্র ঝড়-বৃষ্টির পর তাঁরা দেখেন, গ্রামের গঙ্গাহারা নদীর পারে সাদা বিশাল আকারের বরফখন্ড পড়ে আছে। শুধু তাই নয়, প্রবল বৃষ্টি ও শিলাখন্ডের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামের বাড়ি-ঘর এবং ফসল। ওড়িশার পাশাপাশি অরুণাচল প্রদেশেও দেখা যাচ্ছে প্রকৃতির খামখেয়ালি আচরণ। অতিরিক্ত তুষারপাতে বছরের শুরু থেকেই সে রাজ্যের জনজীবন টানা বিপর্যস্ত। বিজ্ঞানী অধ্যাপক ত্রিলোচন সিংহ জানিয়েছেন, পরিবেশ বদলের কারণেই প্রকৃতিতে এই ভারসাম্যের অভাব দেখা যাচ্ছে। অধ্যাপক সিংহ আরও জানান, পৃথিবীর বয়স যেখানে সাড়ে চার কোটি বছর, সেখানে মানুষের অস্তিত্ব মাত্র ১০ হাজার বছরের পুরনো। কিন্তু পরিবেশের ওপর একটানা অত্যাচারের ফলে অতি দ্রুত তাতে বদল আসছে। হিমবাহ গলে গিয়ে বাড়ছে জলস্তর।
অরুণাচলের একাধিক জেলার বাসিন্দারা জানিয়েছেন চাতে,পেরি,পাতি ইত্যাদি নদীগুলিতে যেমন বেড়েছে জলস্তর, একইভাবে চলেছে টানা তুষারপাত। পরিবেশ বিজ্ঞানীদের সতর্কবার্তা, সজাগ হওয়ার সময় এসেছে, না হলে হয়ত এই পৃথিবীকে রক্ষা করা সম্ভব হবে না।

Leave A Reply

Your email address will not be published.