কাশ্মীরে জঙ্গি হানার খবর সম্প্রচার নিয়ে দেশের বেসরকারি টিভি চ্যানেলগুলিকে কড়া নির্দেশিকা জারি কেন্দ্রের

কাশ্মীরে ভয়াবহ ফিঁদায়ে হামলায় নড়ে গিয়েছে দেশ। সিআরপিএফ কনভয়ের উপর জৈশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর করা হামলায় মৃত্যু হয়েছে কম পক্ষে ৪৪ জন জওয়ানের। আহত আরও বেশি। এই প্রেক্ষিতেই এবার দেশের বেসরকারি স্যাটেলাইট চ্যানেলগুলোর উদ্দেশে নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক।
জঙ্গি হানার কয়েক ঘন্টার মধ্যেই জারি করা এই নির্দেশিকায়, হামলার ঘটনা সম্প্রচারের সময় টিভি চ্যানেলগুলিকে বিশেষভাবে সতর্ক থাকার কথা বলা হয়েছে। বলা হয়েছে, সম্প্রচারিত খবরে যেন হিংসায় ইন্ধন প্রদান করে এমন কোনও তথ্য না থাকে যা দেশবিরোধী শক্তিকে উৎসাহিত করবে। এমন খবর সম্প্রচার করা যাবে না যাতে দেশের আইন-শৃঙ্খলার অবনতি হয়। পাশাপাশি, দেশের অখণ্ডতায় প্রভাব ফেলতে পারে এমন তথ্য ও ছবিও সম্প্রচার করতে মানা করা হয়েছে। সমস্ত বেসরকারি স্যাটেলাইট চ্যানেলকে কঠোরভাবে এই নির্দেশ মানতে হবে বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।

Comments are closed.