শপথ গ্রহণ অনুষ্ঠানে মোদীকে আমন্ত্রণ জানাচ্ছেন ইমরান

শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাতে পারেন পাকিস্তান তেহেরিক ই ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান। সংবাদসংস্থা সূত্রে এমনটাই জানা যাচ্ছে। পাশপাশি সার্ক গোষ্ঠিভুক্ত দেশগুলির রাষ্ট্রনেতাদেরও আমন্ত্রণ জানতে পারেন তিনি। আগামী ১১ ই অগাস্ট শপথ নেবেন ইমরান। সোমবার এমনটাই জানিয়েছে পাকিস্তান রেডিও। উল্লেখ্য, সোমবারেই পাকিস্তানের ভাবী প্রধানমন্ত্রীকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মোদী। তাই পাল্টা কূটনৈতিক সৌজন্য হিসাবে ভারতের প্রধানমন্ত্রীকে ইমরান তাঁর শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে পারেন বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই এই ইস্যুতে পিটিআই তাদের কোর কমিটির বৈঠকে আলোচনা করেছে।
২০১৪ সালে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার অনুষ্ঠানে তৎকালীন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে দিল্লিতে আমন্ত্রণ জানিয়েছিলেন। শরিফ এসেছিলেনও এদেশে। কিন্তু এবার পাকিস্তানে সাধারণ নির্বাচনের ফল বেরনোর পরই আরএসএসের মুখপত্রে ইমরানের জয়ের পেছনে সে দেশের সেনাবাহিনীর হাত রয়েছে বলে লিখেছেন সংঘ ঘনিষ্ঠ শেষাদ্রি চারি। এ ব্যাপারে ভারতের সতর্ক থাকা উচিত বলেও লেখা হয়েছে। এই পরিস্থিতিতে আমন্ত্রণ পেলে নরেন্দ্র মোদী পাকিস্তানে যান কিনা তাই এখন দেখার।

Leave A Reply

Your email address will not be published.