বাবুঘাট থেকে এসটিএফের হাতে গ্রেফতার বুদ্ধগয়া বিস্ফোরণের মূল চক্রী

বুদ্ধগয়া বিস্ফোরণের অন্যতম চক্রীকে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। ধৃতের নাম আরিকুল ইসলাম ওরফে আরিফ। শনিবার সকাল সাড়ে ৫টা নাগাদ তাকে বাবুঘাট এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
কয়েকদিন আগেই জেএমবি জঙ্গি মণিরুল ইসলাম এসটিএফের জালে ধরা পড়েছিল। জেএমবি নেতা কওসরকেও গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ধৃত জেএমবি জঙ্গি আরিকুল আদতে অসমের বাসিন্দা। ট্রাকের খালাসির কাজ করতে গিয়ে আরিকুলের সঙ্গে পরিচয় হয় জেএমবি নেতা কওসরের। এরপর, ২০১৮ সালে আদিল, হাসান, ছোটা করিম ও কওসরের সঙ্গে বুদ্ধগয়ায় যায় আরিকুলও। এলাকা রেকি করার পাশাপাশি বিস্ফোরণে প্রত্যক্ষভাবে জড়িত ছিল ধৃত আরিকুল ইসলাম। লালবাজার সূত্রে খবর, বিস্ফোরণের পর বেঙ্গালুরুতে গা ঢাকা দেয় আরিকুল। সেখানেও বিভিন্ন অপরাধমূলক কাজে নাম জড়ায় তার। পুলিশের সন্দেহ, আদালত থেকে ধৃত কওসরকে জেলে নিয়ে যাওয়ার পথে তাকে নিয়ে পালানোর ছক কষেছিল আরিকুল। সেজন্যই কলকাতায় এসেছিল সে। এবিষয়ে কিছু নথিও মিলেছে বলে পুলিশ সূত্রে খবর।

Comments are closed.