অনন্তনাগে প্রথম ৫ ঘণ্টায় ভোট পড়ল ৪ শতাংশ, ভোটের হারে শীর্ষে পশ্চিমবঙ্গ, ভোট পড়ল ৩৫ শতাংশ

তৃতীয় দফার ভোট চলছে দেশের ১১৭ টি আসনে। বেলা ১২ টা পর্যন্ত ভোটদানের হারে সবচেয়ে পিছিয়ে জম্মু-কাশ্মীর। কেরল থেকে কর্ণাটক, পশ্চিমবঙ্গ থেকে উত্তর প্রদেশ, দেশের অন্যান্য যখন বেলা ১২ টা পর্যন্ত ভোট পড়েছে গড়ে প্রায় ২৩.৮৪ শতাংশ সেখানে জম্মু-কাশ্মীরের অনন্তনাগ লোকসভা কেন্দ্রের একটি অংশের নির্বাচনে ভোট পড়েছে মাত্র ৪.৭২ শতাংশ। কমিশনের নির্দেশ অনুযায়ী, অনন্তনাগ লোকসভা কেন্দ্রের ভোট হবে মোট তিন পর্যায়ে। নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী, এই কেন্দ্রের মধ্যে যে অংশে মঙ্গলবার ভোট চলছে, তাতে প্রথম দু’ঘণ্টায় ভোটদানের হার ১ শতাংশেরও কম ছিল। নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী, দেশে বেলা ১২ টা অবধি সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে, ৩৫ শতাংশ।

মঙ্গলবারই ইভিএম বন্দি হতে চলেছে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও বিজেপি সভাপতি অমিত শাহের ভোট-ভাগ্য। এদিন সকাল সকাল ভোট দিতে দেখা যায় নরেন্দ্র মোদীকে। ভোট দেন সস্ত্রীক অমিত শাহ। তিরুবন্তপুরমে ভোট দেন কংগ্রেস প্রার্থী শশী থারুর। লাইনে দাঁড়িয়ে অন্যান্যদের সঙ্গেই ভোট দেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও। ভোট দিয়ে বেরিয়ে এসে ইভিএমে গোলমালের অভিযোগ করেন তিনি।

Comments are closed.