কর্ণাটকে কুমারস্বামীর শপথ অনুষ্ঠানে বিজেপি বিরোধী শিবিরের মহাজোট

জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী প্রায় সমস্ত দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে কর্ণাটকে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন এইচ ডি কুমারস্বামী। বুধবার বিকেল সাড়ে ৪টেয় বেঙ্গালুরু বিধানসভায় শপথ নেন তিনি। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, আরজেডি নেতা তেজস্বী যাদব, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, মায়াবতীসহ জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী নেতাদের সকলেই। ২৪ মে বৃহস্পতিবার বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি হবেন কুমারস্বামী।
২০১৯ লোকসভা ভোটের আগে কর্ণাটকে বিজেপিকে সরকার গড়া থেকে আটকে দিতে পারা বিরোধী শিবিরের কাছে যথেষ্ট তাৎপর্যের বলেই মনে করছে রাজনৈতিক মহল। সামনেই ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচন, তার কয়েক মাসের মধ্যেই নির্বাচন দেশের দুই বড় রাজ্য মধ্য প্রদেশ এবং রাজস্থানে। এই তিন রাজ্যেই সরকারে বিজেপি এবং তাদের সঙ্গে কংগ্রেসের মুখোমুখি লড়াই। লোকসভার আগে ওই তিন রাজ্যের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার আগে কর্ণাটকে সরকার গঠন বাড়তি অক্সিজেন দেবে কংগ্রেস এবং বিরোধী শিবিরকে।

Leave A Reply

Your email address will not be published.