কংগ্রেসের সঙ্গে আসন নিয়ে আলোচনার মাঝেই ২৫ জনের প্রার্থী তালিকা ঘোষণা বামফ্রন্টের

কংগ্রেসের সঙ্গে আসন রফা নিয়ে আলোচনার মধ্যেই এবার ২৫ জনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিল বামফ্রন্ট। তবে কোনও সাংবাদিক সম্মেলন করে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি। শুক্রবার একটি প্রেস বিবৃতির মাধ্যমে প্রার্থী ঘোষণা করে বামফ্রন্ট। রায়গঞ্জ এবং মুর্শিদাবাদ আসনে আগেই মহম্মদ সেলিম ও বদরুদ্দোজা খানের নাম ঘোষণা করেছিলেন বিমান বসু, এবার তাদের দুজনের নাম ছাড়াও আরও ২৩ জনের নাম ঘোষণা হল। প্রার্থী তালিকা অনুযায়ী, দক্ষিণ কলকাতায় দাঁড়াচ্ছেন নন্দিনী মুখোপাধ্যায়, যাদবপুরে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য, ডায়মন্ড হারবার আসনে বামেদের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন ফুয়াদ হালিম, দমদম কেন্দ্রের প্রার্থী নেপালদেব ভট্টাচার্য, বীরভূম আসন থেকে লড়ছেন ডক্টর রেজাউল করিম।

পুরুলিয়া এবং বসিরহাট, এই দুই আসন নিয়ে কংগ্রেসের সঙ্গে দড়ি টানাটানি চলছিল সিপিএমের কিন্তু পুরুলিয়াতে ফরওয়ার্ড ব্লক ও বসিরহাটে সিপিআই প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বিমান বসু জানিয়েছেন কংগ্রেস চাইলে এই দুই আসনেই প্রার্থী দিতে পারে।

Comments are closed.