প্যারিসে মঞ্চস্থ হতে চলেছে কসবা অর্ঘ্য নাট্যগোষ্ঠীর নাটক ম্যাকবেথ বাদ্য

পশ্চিমবঙ্গের নাট্যকর্মী এবং নাট্যপ্রেমীদের জন্য গর্বের খবর। বিশ্ব সংস্কৃতির পীঠস্থান বলে পরিচিত ফ্রান্সের রাজধানী প্যারিসে মঞ্চস্থ হতে চলেছে ‘ম্যাকবেথ বাদ্য’। ফ্রান্সের বিখ্যাত নাট্যগোষ্ঠী ‘থিয়েটার দ্যু সঁলেই’ এর আমন্ত্রণে শনিবার, ১৯ মে প্যারিসে মঞ্চস্থ হবে ‘ম্যাকবেথ বাদ্য’। বিশ্ব মঞ্চে এই নাটকের মাধ্যমে পশিমবঙ্গ তথা ভারতের প্রতিনিধিত্ব করতে পেরে আনন্দিত নাটকটির পরিচালক মণীশ মিত্র। প্যারিস থেকে তিনি জানিয়েছেন, এর আগে দু’বার ‘ক্লোসড ডোর’ প্রদর্শনীতে ম্যাকবেথ বাদ্য দেখেছিলেন ‘থিয়েটার দ্যু সঁলেই’ এর প্রতিনিধিরা। বিশ্ব বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব আরিয়ানে নুসকিন নিজে প্রশংসা করেছেন শেক্সপিয়রের নাটক ‘ম্যাকবেথ’ অবলম্বনে নির্মিত এই মিউজিকাল থিয়েটার ‘ম্যাকবেথ বাদ্য’র। এরপরই উদ্যোক্তারা সিদ্ধান্ত নেন, প্যারিসের নাট্যপ্রেমীদের জন্য মঞ্চস্থ হবে এই নাটক।  এই সম্মান তাঁদের সাহস আরও বাড়াবে, আরও সক্ষম করবে বলে নিজের প্রতিক্রিয়ায় জানিয়েছেন মণীশ।
বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মণীশ মিত্রের সামগ্রিক পরিকল্পনা ও পরিচালনায়, কসবা অর্ঘ্য নাট্যগোষ্ঠীর এই নাটকটি ইতিমধ্যেই কলকাতাসহ দেশের নানা প্রান্তে মঞ্চস্থ হয়েছে। শুধু তাই নয়, দেশের পাশাপাশি এর আগেও বিশ্বের নানা জায়গায় মঞ্চস্থ হয়েছে এবং কুর্নিশ আদায় করে নিয়েছে ‘ম্যাকবেথ বাদ্য’। পরিচালক জানিয়েছেন, ডেনমার্কের ওডিন টিয়েট্রেট, চিনের সাংহাই থিয়েটার অ্যাকাডেমিসহ হাঙ্গেরি, পোল্যান্ড, রোমানিয়ার শেক্সপিয়র ফেস্টিভালে আমন্ত্রিত ও মঞ্চস্থ হয়েছে তাঁদের এই নাটকটি।

Leave A Reply

Your email address will not be published.