মালদহে মমতার সভায় জনজোয়ার, গণি খানের নামে আর কতদিন কংগ্রেসকে ভোট, প্রশ্ন করলেন জনতাকে

গণি খানের নামের কংগ্রেস আর কতদিন ভোট পাবে, মালদহে দুই কেন্দ্রের নির্বাচনী প্রচারে গিয়ে সাধারণ মানুষের কাছে সরাসরি এই প্রশ্নই রাখলেন তৃণমূল নেত্রী। বৃহস্পতিবার দ্বিতীয় দফার ভোটের দিন মালদহ উত্তর এবং দক্ষিণ কেন্দ্র মিলে তিনটি জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ইংরেজবাজারে পদযাত্রাও করেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
মালদহ উত্তরের কংগ্রেস সাংসদ মৌসম বেনজির নুর সম্প্রতি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। তাঁকেই এই কেন্দ্রে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁর সমর্থনে সামসিতে সমাবেশ দিয়ে মালদহে প্রচার শুরু করেন তৃণমূল নেত্রী। এরপর মালদহ দক্ষিণ কেন্দ্রের অন্তর্গত কালিয়াচকে সভা করেন তিনি। শেষ সভা করেন পাঁকুয়াহাটে। তিনটি সমাবেশেই নজিরবিহীন জমায়েত হয়। মালদহের মতো কংগ্রেসের শক্ত ঘাঁটিতে তিনটি সভাতেই জনজোয়ার দেখে রীতিমতো উৎসাহিত তৃণমূল নেত্রী। তৃণমূলের এমন সমাবেশ এর আগে কখনও মালদহে হয়নি বলেই জানাচ্ছেন তৃণমূল নেতারা।

তিনটি সমাবেশ থেকেই বিজেপিকে তীব্র আক্রমণ করেন তৃণমূল নেত্রী। দেশে এবার তৃণমূলই সরকার গড়ায় প্রধান ভূমিকা নেবে বলে ফের জানান তিনি। পাশাপাশি মালদহ দক্ষিণের কংগ্রেস সাংসদ আবু হাসেম খান এলাকার কোনও কাজ করেন না বলেও অভিযোগ করেন তিনি। সাধারণ মানুষের কাছে আহ্বান জানান, দুই কেন্দ্রেই তৃণমূল প্রার্থীদের জেতানোর জন্য। মানুষের কাছে প্রশ্ন করেন, গণি খানের নামে আর কতদিন ভোট পাবে কংগ্রেস?

Comments are closed.