নীরব মোদীর গ্রেফতারি গট আপ গেম, ফের বিজেপিকে তীব্র আক্রমণ করে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

বুধবারই লন্ডনে গ্রেপ্তার হয়েছেন ভারত থেকে পলাতক এবং পিএনবির ঋণখালাপী শিল্পপতি  নীরব মোদী। তাঁকে ২৯ শে মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ব্রিটেনের আদালত। খারিজ করে দেওয়া হয়েছে তাঁর জামিনের আবেদনও। ভোটের আগে এই ইস্যুকে কাজে লাগিয়ে ফায়দা নিতে চাইছে বিজেপি শিবির। কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ ইতিমধ্যেই ঘুরিয়ে দাবি করেছেন, এর পেছনে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৃতিত্ব। তিনি বলেছেন, তুমি দেশ ছাড়তে পারো, কিন্তু দেশের চৌকিদারের হাত থেকে পালাতে পারবে না। আর্থিক অপরাধীদের আইনের হাতে এড়িয়ে পালাতে দেবে না ভারত।
এবার  গোটা ঘটনাকে গট আপ গেম বলে পাল্টা বিজেপির সমালোচনা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  বিজেপি যে এই ইস্যুকে কাজে লাগিয়ে ভোটের আগে ফায়দা তুলতে চাইবে তা অনুধাবন করেই মমতা বলেছেন, এটা গট আপ। লন্ডনের এক সাংবাদিক নীরবের পর্দা ফাঁস করে দিয়েছিলেন। সব তাঁরই ক্রেডিট। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেছিলেন, চাওয়ালা থেকে চৌকিদার হয়ে কিছু হয় না। তাঁর দাবি, পর্দার পেছনে কে রয়েছে সেই ছুপা রুস্তম বেড়িয়ে গিয়েছে। ভোটের প্রথম ও দ্বিতীয় পর্বে কী হবে সে সব সাজিয়ে রেখেছেন মোদী এবং তৃতীয় পর্যায়ে সার্জিকাল স্ট্রাইকের মতো পরিকল্পনা নিয়েছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, দেশকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে বিজেপি। তাদের মেয়াদ ফুরিয়ে গিয়েছে।

Comments are closed.