বিজেপি ১২৫ আসন পেরোবে না, সরকার গড়বে আঞ্চলিক দলগুলিঃ মমতা বন্দ্যোপাধ্যায়

২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপি গোটা দেশে ১২৫ আসন পেরোবে না বলে ভবিষ্যদবানী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, তৃণমূল নেত্রী জানান, কংগ্রেস নয়, আঞ্চলিক দলগুলির হাতেই নির্ভর করছে দেশের ভবিষ্যৎ। তারাই হবে দেশের চালিকা শক্তি।
ঐতিহাসিক ব্রিগেড সমাবেশের প্রস্তুতি নিজে খতিয়ে দেখতে বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রিগেড পরিদর্শণে যান মুখ্যমন্ত্রী। সেখানে মঞ্চ প্রস্তুতির কাজ দেখার ফাঁকে মুখ্যমন্ত্রী বলেন, আঞ্চলিক দলগুলিই এবার সরকার গড়ার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করবে। বিজেপি ১২৫ টির বেশি আসন পাবে না। কংগ্রেস নিয়ে প্রশ্নের উত্তরে তৃণমূল নেত্রী বলেন, তারা কত আসন পাবে তিনি বলতে পারবেন না, তবে সরকার গড়ার ক্ষেত্রে মূল ভূমিকা নেবে আঞ্চলিক দলগুলি। প্রসঙ্গত, ১৯ শে জানুয়ারির ব্রিগেডে দেশের বিজেপি বিরোধী প্রায় সবকটি আঞ্চলিক দলই আসছে। হারুক আবদুল্লা, ওমর আবদুল্লা, দেবেগৌড়া, কুমারস্বামী, অরবিন্দ কেজরিওয়াল, শারদ পাওয়ার, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, বিএসপি নেতৃত্ব, স্ট্যালিন, চন্দ্রবাবু নাইডু ব্রিগেডে আসবেন। এই দলগুলিই মিলিত শক্তিই ২০১৯ লোকসভা ভোটের পর দেশে সরকার গড়বে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী।

Comments are closed.