পাকিস্তানের আকাশ হামলার জবাব দিয়েছে বায়ুসেনা, নিখোঁজ এক ভারতীয় পাইলট জানাল বিদেশ মন্ত্রক

বুধবার বালাকোটে এয়ার স্ট্রাইকের প্রত্যাঘাত করতে গিয়ে ফের মুখ থুবড়ে পড়ল পাকিস্তান। এয়ার ভাইস মার্শালকে পাশে বসিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবিশ কুমার বলেন, বৃহস্পতিবার সকালে পাকিস্তানের যুদ্ধবিমান নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভারতে হামলা চালানোর চেষ্টা করে। কিন্তু পাক বিমান দেখেই সতর্ক হয়ে যায় ভারতীয় বায়ুসেনা। ভারতীয় বায়ুসেনার একটি মিগ-২১ তাড়া করে পাকিস্তানের যুদ্ধ বিমানকে। গুলি করে নামানো হয় পাকিস্তানের এফ-১৬ বিমানটিকে। আকাশ যুদ্ধে ভারতের একটি মিগ-২১ বিমান ধ্বংস হয়েছে, খোঁজ নেই তার পাইলটের। রবিশ কুমার জানান, পাকিস্তান দাবি করেছে এক পাইলট তাদের হেফাজতে রয়েছেন। এই খবরের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। সাংবাদিক বৈঠকে জানালেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবিশ কুমার।

Comments are closed.