রাষ্ট্রনেতাদের মধ্যে ফেসবুকে সর্বাধিক জনপ্রিয় মোদি

বিশ্বের সবথেকে জনপ্রিয় রাষ্ট্রনেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফেসবুকে ফলোয়ারদের সংখ্যার নিরিখে খোদ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকেও পিছনে ফেলেছেন মোদি। আন্তর্জাতিক সমীক্ষক সংস্থা বার্সন মার্সটেলরের করা সাম্প্রতিক এক সমীক্ষায় উঠে এসেছে এমনই তথ্য। সমীক্ষায় প্রকাশ, বিশ্বের ১৯৫ জন রাষ্ট্র প্রধানের ব্যক্তিগত অ্যাকাউন্ট রয়েছে ফেসবুকে। তাঁদের মধ্যে সর্বাধিক ৪৩.২ মিলিয়ন ফেসবুক ফলোয়ার রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তার ঠিক পরেই তালিকায় নাম রয়েছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রম্পের। তাঁর ফলোয়ার সংখ্যা ২৩.১ মিলিয়ন। ফেসবুক জনপ্রিয়তার নিরিখে তালিকার তিন নম্বরে নাম রয়েছে জর্ডনের রানির। ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট ছাড়াও ভারতের প্রধানমন্ত্রীর সরকারি ফেসবুক অ্যাকাউন্টে (পিএমও ইণ্ডিয়া) ফলোয়ার সংখ্যা প্রায় ১৩.৯ মিলিয়ন।

জানুয়ারি ২০১৭ থেকে ১৫ মার্চ, ২০১৮ পর্যন্ত সময়কালে করা ‘ওয়ার্ল্ড লিডার্স অন ফেসবুক’ শীর্ষক এই সমীক্ষায় উঠে এসেছে আরও বেশকিছু চমকপ্রদ তথ্য। যেমন, বিশ্বনেতাদের মধ্যে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক অ্যাকাউন্টেই সর্বাধিক ২০৪.৯ মিলিয়ন শেয়ার, লাইক, কমেন্ট করা হয়েছে। নরেন্দ্র মোদির প্রোফাইলে লাইক, কমেন্ট শেয়ারের সংখ্যা ১১৩.৬ মিলিয়ন। রাষ্ট্রসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে ১৭৫টি দেশেরই ফেসবুকে সরকারি অ্যাকাউন্ট রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.