মৃণাল সেনের জীবনাবসান, বয়স হয়েছিল ৯৫

প্রয়াত হলেন মৃণাল সেন। রবিবার সকালে মৃত্যু হয় চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনের। তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। এদিন সকাল সাড়ে ১০ টা নাগাদ তাঁর মৃত্যু হয়। দাদা সাহেব ফালকে, পদ্মভূষণসহ একাধিত সম্মানে সম্মানিত হয়েছিলেন মৃণাল সেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন মৃণাল সেন।
আকালের সন্ধানে, ভূবন সোম, মৃগয়াসহ বহু বিখ্যাত সিনেমার পরিচালনা করেছেন মৃণাল সেন। ১৯২৩ সালের ১৪ ই মে বাংলাদেশের ফরিদপুরে মৃণাল সেনের জন্ম। পড়াশোনার জন্য চলে আসেন কলকাতায়। ছাত্র জীবনেই কমিউনিস্ট পার্টির কাজের সঙ্গে যুক্ত হয়েছিলেন মৃণাল সেন। ২০০৩ সালে আমার ভূবন নামে শেষ সিনেমার পরিচালনা করেন মৃণাল সেন। ১৯৯৮ সালে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন মৃণাল সেন।

Comments are closed.