এবার গুজরাতের মুখ্যমন্ত্রী, ‘গুগলের মতই সব জানতেন নারদ’।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের পর গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। বিপ্লব দেবের মহাভারতের যুগে ইন্টারনেটের তত্তে পেশের মতই সোমবার রুপানি বললেন, গুগলের মতই সব জানতেন নারদ। দেবর্ষি নারদ জয়ন্তী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন রুপানি। তিনি আরও বলেন, গুগলের মতই সমৃদ্ধ ছিল নারদের তথ্য ভান্ডার। মানুষের কল্যাণে তা ব্যবহার করতেন নারদ। বিশ্বের কোথায় কি ঘটনা হচ্ছে তা ছিল তাঁর নখদর্পনে। ঠিক যেভাবে গুগল সারা বিশ্বের সমস্ত তথ্য মানুষের কাছে পৌছে দেয় । গুজরাতের মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে ফের বিতর্কের ঝড় উঠেছে ।
বিজেপি নেতাদের এই পুরাণ নিয়ে মতামত পেশ অবশ্য নতুন কিছু নয়। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামনে এনেছিলেন গণেশের হাতির মাথার পেছনে প্লাস্টিক সার্জারির তত্ত্ব। এরপর কেন্দ্রীয় মন্ত্রী সত্যপাল সিংহ ডারউইনের বিবর্তনবাদকে বৈজ্ঞানিক ভাবে অসত্য বলে দাবি করেন। শীর্ষ বিজেপি নেতাদের পদাঙ্ক অনুসরণ করে সদ্য ত্রিপুরায় মুখ্যমন্ত্রীর আসনে বসা বিপ্লব দেব দাবি করেন, মহাভারতের যুগে যদি ইন্টারনেট না থাকত তবে কীভাবে ধৃতরাষ্টকে কুরুক্ষেত্রের যুদ্ধের বর্ণনা দিতেন সঞ্জয়? সেই মহাভারতেরই ধারাবাহিকতা বজায় রাখলেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি।

Leave A Reply

Your email address will not be published.