ঘুষকাণ্ডে জড়িত আস্থানা এবং এক মন্ত্রী, বিস্ফোরক অভিযোগ সিবিআই অফিসারের

সিবিআই গৃহযুদ্ধের মাঝে এবার নতুন বোমা ফাটালেন সিবিআই অফিসার মনীশ কুমার। সিবিআই ডিরেক্টর  অলোক ভার্মা ও স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানাকে যখন ছুটিতে পাঠানো হয় সেই সময় সিবিআই অফিসার মনীশ কুমারেরও ট্রান্সফার হয়। ট্রান্সফারের বিরোধিতা করে আদালতে পিটিশন দাখিল করেন। এহেন মনীশ কুমার সোমবার আদালতে বলেন, তাঁর কাছে এমন সব তথ্য রয়েছে যা আদালতকে বিস্মিত করতে পারে। তিনি দাবি করেন, সেকেন্ড-ইন-কমান্ড রাকেশ আস্থানাসহ ঘুষকাণ্ডে জড়িত এক কেন্দ্রীয় মন্ত্রীও।
 তদন্তকে অন্য রূপ দেওয়ার জন্য তাঁকে নাগপুরে বদলি করা হয়। গত ২৪ অক্টোবর তাঁকে তড়িঘড়ি বদলির সিদ্ধান্তকে তিনি প্ররোচনামূলক বলে দাবি করেন।
 প্রসঙ্গত এই মনীশ কুমার বিভিন্ন গুরুত্বপূর্ণ তদন্তের দায়িত্বে ছিলেন, যার মধ্যে বিশেষ আলোচিত ছিল গয়না ব্যবসায়ী নীরব মোদী ও মেহুল চোকসির বিরুদ্ধে তদন্ত।
মনীশ কুমারের এই অভিযোগের জেরে স্বাভাবিকভাবেই আলোড়ন পড়ে গিয়েছে। একেই সিবিআই-এর দুই শীর্ষ কর্তার নজিরবিহীন মতভেদের জেরে সংস্থার বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠেছ। এই অবস্থায় মনীশ কুমারের অভিযোগ নতুন করে প্রশ্ন তুলে দিল সিবিআই-এর বিশ্বাসযোগ্যতা নিয়ে।

Comments are closed.