লন্ডনে গ্রেফতার নীরব মোদী, কিছুক্ষণের মধ্যেই পেশ ব্রিটেনের আদালতে

অবশেষে লন্ডনে গ্রেফতার হলেন নীরব মোদী। লন্ডনের ওয়েস্টমিনস্টার কোর্টে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর বুধবার নীরব মোদীকে গ্রেফতার করে পুলিশ। নীরব মোদীকে ভারতে প্রত্যর্পণের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল লন্ডনের ওয়েস্টমিনস্টার কোর্ট। বুধবারই তাঁকে আদালতে তোলার কথা রয়েছে।
কয়েকদিন আগেই লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটে ১৩ হাজার কোটি টাকা ঋণ খেলাপির দায়ে অভিযুক্ত হীরে ব্যবসায়ীকে দেখা গিয়েছিল ‘দ্য টেলিগ্রাফ’-এর সৌজন্যে। যদিও সাংবাদিকের কোনও প্রশ্নের উত্তর না দিয়ে ট্যাক্সি চড়ে সেখান থেকে কার্যত পালান। সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়ায় নড়েচড়ে বসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। নীরব মোদীকে ভারতে প্রত্যর্পণের ব্যাপারে ইংলন্ডের সঙ্গে কথা বলেন ইডি অফিসাররা। এরপরেই লন্ডনের আদালত হীরে ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। বেনামে লন্ডনেও নীরব মোদী হীরে ব্যবসা শুরু করেছিলেন বলে খবর।

Comments are closed.