মূল্য বৃদ্ধিতে রাশ টানতে পেট্রল-ডিজেলকে জিএসটির আওতায় আনার প্রস্তাব কেন্দ্রীয় পেট্রলিয়াম ও অর্থ প্রতিমন্ত্রীর

কর্ণাটক বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর থেকেই প্রতিদিন বেড়ে চলেছে পেট্রল- ডিজেলের দাম। লিটার প্রতি ৮০ টাকা পেরিয়ে গিয়েছে পেট্রল এবং ডিজেল ৭০ টাকা ছাড়িয়েছে। এর ফলে মূল্য বৃদ্ধির আশঙ্কা করছেন সাধারণ মানুষ। এই অবস্থায় বুধবার পেট্রল এবং ডিজেলের মূল্যবৃদ্ধিতে লাগাম টানতে পেট্রপণ্যকে জিএসটির আওতায় আনার প্রস্থাব দিলেন  কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র কুমার এবং অর্থ প্রতিমন্ত্রী শিব প্রতাপ শুক্লা।
বুধবার দেশের তেল সংস্থাগুলির সঙ্গে বৈঠকে এই কথা বলেন তাঁরা। ১২ মে কর্ণাটক নির্বাচনের পর থেকেই টানা বেড়ে চলেছে পেট্রল এবং ডিজেলের দাম। বুধবার দেশের তেল সংস্থা গুলির সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং অর্থ প্রতিমন্ত্রী। ইন্ডিয়ান অয়েলসহ একাধিক তেল সংস্থার উচ্চপদস্থ আধিকারিকরা জানান বিদেশের বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধির কারণেই দেশের তেলের দাম বাড়ছে। বৈঠক শেষে দুই কেন্দ্রীয় মন্ত্রীই জানান, যে হারে পেট্রপণ্যের দাম বাড়ছে তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উদ্বিগ্ন। যদিও বুধবারই প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে মোদী  সরকারকে কটাক্ষ করে এক টুইট বার্তায় বলেছেন, সরকারের সদিচ্ছা থাকলে ২৫ টাকা পর্যন্ত লিটার পিছু পেট্রল-ডিজেলের দাম কমানোর উপায় তিনি বলতে পারেন। পেট্রপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে কলকাতায় প্রধানমন্ত্রীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখায় কংগ্রেস।

Leave A Reply

Your email address will not be published.