সীমান্তে উত্তেজনা কমলে অভিনন্দনকে মুক্তি দিতে রাজি পাকিস্তান। সূত্রের খবর, পাকিস্তানের কোনও শর্ত মানবে না ভারত

ভারত উত্তেজনা কমিয়ে শান্তি চাইলে বায়ুসেনার বন্দি পাইলটকে মুক্তি দেওয়ার কথা ভাববে পাকিস্তান, জানাল পাক সংবাদমাধ্যম। পাশাপাশি পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে উদ্ধৃত করে পাক সংবাদমাধ্যম জানিয়েছে, মোদীর সঙ্গে কথা বলতে চান পাক প্রধানমন্ত্রী। পাক সংবাদমাধ্যমের খবর, শাহ মাহমুদ কুরেশি জানিয়েছেন, দু’দেশের মধ্যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে তা কমাতে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান ইমরান খান।
যদিও সূত্রের খবর, বন্দি পাইলটকে ফেরাতে পাকিস্তানের কোনও শর্ত মানবে না ভারত। তাঁকে দ্রুত ফেরানোর জন্য ইতিমধ্যেই উদ্যোগ নেওইয়া হয়েছে।
শাহ মাহমুদ কুরেশি জানিয়েছেন, ‘আমরা সমস্ত পরিস্থিতির জন্য প্রস্তুত। ভারত যদি শান্তি ফেরানোকে অগ্রাধিকার দেয়, পাকিস্তান তাতে সাড়া দেবে। ভারত আলোচনা চাইলে পাকিস্তান কথা বলতেও রাজি।
এদিকে ভারতের পক্ষে থেকে পুলওয়ামায় জঙ্গি হানার বিস্তারিত তথ্য ইতিমধ্যেই পাকিস্তানের হাতে তুলে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে পাক বিদেশমন্ত্রী জানান, এই প্রসঙ্গেও তিনি কথা বলতে রাজি আছেন। সন্ত্রাসবাদ থেকে শান্তি প্রক্রিয়া, যে কোনও বিষয়েই ভারতের কথা আলোচনায় রাজি পাক সরকার।

Comments are closed.