সোমবার ফের হাইকোর্টে শুনানি, এখনও অনিশ্চিত পঞ্চায়েত ভোট

রাজ্যে পঞ্চায়েত ভোটের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। সোমবার কলকাতা হাইকোর্টে ফের পঞ্চায়েত ভোটের মামলার শুনানি। এই শুনানিতে কী হয় তার ওপরেই নির্ভর করছে, রাজ্য নির্বাচন কমিশন ঘোষিত ১৪ মে আদৌ পঞ্চায়েত ভোট হবে কিনা। এর আগে নির্বাচন কমিশন ১, ৩ এবং ৫ মে পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করেছিল। কিন্তু বিরোধীদের মামলার পরিপ্রেক্ষিতে তা ইতিমধ্যেই বাতিল হয়েছে। এর পরই নির্বাচন কমিশন নবান্নর সুপারিশে ১৪ মে এক দফায় ভোটের ঘোষণা করে। এবং তার সঙ্গে সঙ্গেই বিরোধীরা নিরাপত্তার দাবি তুলে ফের আদালতের দ্বারস্থ হয়েছে।
রাজ্য সরকারের পক্ষ থেকে ভোট পরিচালনার জন্য অন্য রাজ্য থেকে পুলিশ চাওয়া হয়েছে। কারণ, রাজ্যে যা পুলিশ মজুত রয়েছে তাতে এক দফায় ভোট পরিচালনা করা সম্ভব নয়। বিরোধীদের দাবি, অন্তত চার-পাঁচ দফায় পঞ্চায়েত ভোট করা হোক। কিন্তু রাজ্য তা মানতে রাজি নয়। সব মিলে ভোটের দু’সপ্তাহ আগেও আদালতের হাতেই পঞ্চায়েত ভোটের ভবিষ্যৎ।

Leave A Reply

Your email address will not be published.