রেকর্ড দাম বৃদ্ধি পেট্রল-ডিজেলের, কলকাতায় পেট্রল প্রায় ৮১ টাকা

বেড়েই চলেছে পেট্রল এবং ডিজেলের দাম। মঙ্গলবার সকালে আগের সব রেকর্ড কলকাতায় এক লিটার পেট্রলের দাম ৮০ টাকা পেরিয়েছে।
টানা তিন দিন ধরেই অব্যাহত পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি। বিভিন্ন পেট্রোলিয়াম কোম্পানির মঙ্গলবার সকালের হিসাব অনুযায়ী, এদিন দিল্লিতে প্রতি লিটার পেট্রলের দাম দাঁড়িয়েছে ৭৮.০৫ টাকা এবং প্রতি লিটার ডিজেলের দাম ৬৯.৬১ টাকা। যা একটি রেকর্ড বলে দাবি বিশেষজ্ঞদের। এদিন সকালে কলকাতায় প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম হয়েছে যথাক্রমে ৮০.৯৮ টাকা ও ৭৩.৫৪ টাকা। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্য বৃদ্ধি ও দেশে চড়া এক্সাইজ ডিউটি পেট্রোপণ্যের এই দাম বৃদ্ধির মূল কারণ বলে মনে করা হচ্ছে। ডিজেলের দাম ব্যাপকভাবে বৃদ্ধির ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের ওপরও তার প্রভাব পড়ছে। দিল্লি, কলকাতা ছাড়া দেশের আরও দুই মেট্রো শহর মুম্বই ও চেন্নাইতেও এদিন বেড়েছে পেট্রোল ডিজেলের দাম।

Comments are closed.