নীরব মোদি কাণ্ডের জের, ঋণখেলাপীদের হদিস পেতে গোয়েন্দা নিয়োগের পথে পিএনবি

সম্প্রতি ঘটে যাওয়া বড় মাপের ব্যাঙ্ক জালিয়াতিতে চাপে পড়ে রাষ্ট্রায়ত্ত পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ঋণখেলাপীদের হদিশ পেতে এবার গোয়েন্দা নিয়োগ করতে চলেছে। ঋণখেলাপীদের হদিশ পেতে বহু রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে গোয়েন্দা নিয়োগ এর আগেও হয়েছে। ‘সিবিল’এর সদ্য প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বর্তমানে পিএনবির অনাদায়ী ঋণের পরিমাণ প্রায় ১২,৫৭৪ কোটি টাকা। পাশাপাশি, ঋণখেলাপির সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ১০১৮ জন। ব্যাঙ্কের এক শীর্ষ কর্তার কথায়,’ব্যাঙ্ক কীভাবে অনাদায়ী ঋণ আদায় করবে তা একটা বড় প্রশ্ন। যাঁরা ঋণ নেন তাঁদের অনেকেরই হদিস পাওয়া যায় না।’ তিনি আরও বলেন, অনেকে কোনও এক কারণে ঋণ গ্রহণ করেন,কিন্তু সেই ঋণ নিয়ে আবাসন শিল্প অথবা অন্যান্য ব্যবসায় বিনিয়োগ করেন। যার ফলে অনাদায়ী ঋণ আদায় করা কঠিন হয়ে পড়ছে। পিএনবির এই গোয়েন্দা নিয়োগের উদ্দেশ্য, দেশে কিংবা বিদেশে ঋণখেলাপী ও গ্যারান্টার যেখানেই থাকুক না কেন, তাঁদের সঠিক ঠিকানাসহ খুঁজে বের করা।

Leave A Reply

Your email address will not be published.