মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের পুলিশের

মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় মামলা রুজু করল পুলিশ। মঙ্গলবার বিকেলে মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ে একজনের মৃত্যু হয়। জখম হয়েছেন প্রায় ২০ জন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে বুধবার আলিপুর থানায় সুয়ো মোটো কেস মামলা দায়ের করেছে পুলিশ। অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।
এদিকে, এই ব্রিজ ভেঙে পড়া নিয়ে ইতিমধ্যেই চাপানউতোর শুরু হয়েছে রাজ্য সরকার এবং রেল দফতরের মধ্যে। মাঝেরহাট ব্রিজের ঠিক পাশে কাজ চলছিল মেট্রো রেলের। সেই কাজের জন্য মাঝেরহাট ব্রিজের কোনও ক্ষতি হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ইঙ্গিত দিচ্ছেন রাজ্যের প্রশাসনিক কর্তারা। কিন্তু রেলের কাজের জন্য ব্রিজের ক্ষতিগ্রস্থ হওয়ার কোনও আশঙ্কাই নেই বলে স্পষ্ট জানিয়েছে রেল দফতর।
মঙ্গলবার বিকেলে ব্রিজ ভেঙে পড়ার পর সারা রাত ধরে চলেছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। বুধবার সকাল থেকেও সেই কাজ চালু আছে। পাশাপাশি এই গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ থাকায় দক্ষিণ কলকাতা এবং বেহালা এলাকায় যানবাহন নিয়ন্ত্রণ করা হচ্ছে। বিভিন্ন জায়গায় রাস্তায় ডাইভারশন করা হয়েছে।

Comments are closed.