পঞ্চায়েত ভোট নিয়ে অনিশ্চয়তা

পঞ্চায়েত ভোট নিয়ে আবার নতুন করে জটিলতা তৈরি হল। কলকাতা হাইকোর্টের রায়ে ১, ৩ এবং ৫ মে’র ভোট ইতিমধ্যেই ভেস্তে গিয়েছে। কবে পঞ্চায়েত ভোট হবে তা নিয়ে শনিবার রাজ্যে সরকারের সঙ্গে বৈঠক হয় নির্বাচন কমিশনের। সূত্রের খবর, তাতে কোনও সমাধানসূত্র মেলেনি। তবে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশে আগামী সোমবার, ২৩ এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার দিন ধার্য করেছে রাজ্য নির্বাচন কমিশন। শনিবার বিভিন্ন রাজনৈতিক দল রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে। কিন্তু বিজেপির পাঁচজনের প্রতিনিধিদল এদিন নির্বাচন কমিশনের অফিসে গেলে সেখানে ঢোকা নিয়ে বিতণ্ডা বাধে। সূত্রের খবর, রাজ্য সরকার চাইছে, ১৫ মের আগে এক দফায় ভোট করতে। কিন্তু এক দফায় ভোট করতে গেলে যে সংখ্যক পুলিশ প্রয়োজন তা আদৌ মোতায়েন করা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। নির্বাচন কমিশন চাইছে, পুলিশ ফোর্সের কথা মাথায় রেখে অন্তত তিন-চার দফায় ভোট করা হোক। কত দফায় ভোট হবে, এই নিয়েই খানিকটা মতবিরোধ শুরু হয়েছে কমিশন ও রাজ্য সরকারের মধ্যে। ফলে কবে পঞ্চায়েত ভোট তা নিয়ে ফের নতুন জটিলতা তৈরি হল।

Leave A Reply

Your email address will not be published.