বিধানসভা ভোটে ধাক্কার পর স্বস্তি মোদী সরকারের, রাফাল দুর্নীতি মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট

বিধানসভা ভোটে জোরদার ধাক্কার পর রাফাল দুর্নীতি মামলার বিরাট স্বস্তি পেল বিজেপি। রাফাল যুদ্ধ বিমান কেনা নিয়ে দুর্নীতি হয়েছে, এই অভিযোগে সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন আইনজীবী প্রশান্ত ভূষণ, অরুণ শৌরি এবং যশবন্ত সিংহ। সেই মামলা শুক্রবার খারিজ করে দিল দেশের সর্বোচ্চ আদালত।
প্রসঙ্গত, ফ্রান্সের থেকে ৩৬ টি রাফাল যুদ্ধ বিমান কেনার সময় দুর্নীতি হয়েছে দাবি করে সরব হয় বিরোধীরা। বিজেপি সরকারের বিরুদ্ধে এই যুদ্ধ বিমান কেনায় প্রায় ৫৯ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ আনে কংগ্রেস। শুধু তাই নয়, এই চুক্তিতে অফসেট পার্টনার হিসেবে খোদ প্রধানমন্ত্রী অনিল আম্বানীর রিলায়েন্স ডিফেন্সকে বরাত পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ করেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চে এই মামলার শুনানি হয়। রাফাল যুদ্ধ বিমান কিনতে কত টাকা লেগেছে তাও জানতে চেয়েছিলেন বিরোধী এবং মামলাকারীরা। কেন্দ্রীয় সরকারের পক্ষে জানানো হয়, যুদ্ধ বিমানের দাম জানানো সম্ভব নয়। এমনকী, ইউপিএ আমলেও যখন এই চুক্তি হয়েছিল, তখন সংসদকেও রাফাল বিমানের দাম জানানো হয়নি। সূত্রের খবর, এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানিয়ে দেন, আদালত বিমানের দাম পর্যলোচনা করেছে, কিন্তু যুদ্ধ বিমানের দাম নির্ধারণ করা আদালতে কাজ নয়। এই চুক্তিতে স্বজনপোষণ হয়েছে বলে যে অভিযোগ উঠেছে, তারও কোনও প্রমাণ পাওয়া যায়নি। দুর্নীতি হয়ে শুধুমাত্র এই ধারণার ভিত্তিতে তদন্তের নির্দেশ দেওয়া সম্ভব নয়।

Comments are closed.