ক্ষমতায় এলে রাফাল দুর্নীতির তদন্ত করবে কংগ্রেসঃ রাহুল গান্ধী

কংগ্রেস ক্ষমতায় এলে রাফাল নিয়ে দুর্নীতির অভিযোগে ক্রিমিনাল কেস চালু করবে বলে জানালেন রাহুল গান্ধী। গত দু’দিনের মতো শুক্রবারও সংসদ উত্তাল হয়ে ওঠে রাফাল ইস্যুতে। ফের কংগ্রেস নিশানা করে বিজেপিকে। সংসন্দ্র ভেতরে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে এবং বাইরে রাহুল গান্ধী মোদী সরকারকে তীব্র আক্রমণ করে রাফাল চুক্তিতে দুর্নীতির অভিযোগ আনেন।
রাহুল গান্ধী বলেন, কংগ্রেস ক্ষমতায় এলে রাফাল চুক্তির তদন্ত হবে। কারণ, এই চুক্তিতে দুর্নীতি হয়েছে, যাতে সরাসরি যুক্ত প্রধানমন্ত্রী। এদিনও যৌথ সংসদীয় কমিটির দাবি করেন মল্লিকার্জুন খাড়গে।
গত ২ রা জানুয়ারি আগে এক অডিও ক্লিপ নিয়ে বোমা ফাটায় কংগ্রেস। যেখানে গোয়ার স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির কথোপকথনে জানা যায়, মনোহর পরিক্করের বেডরুমে লুকনো আছে রাফাল ফাইল। লোকসভাতে এই অডিও ক্লিপ শোনাতে চেয়েছিলেন রাহুল। বিজেপি নেতৃত্ব দাবি করে, ভুয়ো অডিও ক্লিপ দিয়ে বিজেপির বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছে কংগ্রেস।

Comments are closed.