রাহুল গান্ধীর মানস সরোবর যাত্রা নিয়ে তাঁকে ‘চিনের প্রতিনিধি’ বলে কটাক্ষ বিজেপির

রাহুল গান্ধী চান ভারত চিনের থেকে তাদের গণতান্ত্রিক মডেল শিখুক। তাঁকে দেখে ভারতীয় কম, চিনের মুখমাত্র বেশি মনে হয়। চিন হয়ে রাহুল গান্ধীর মানস সরোবর যাত্রা নিয়ে শুক্রবার এভাবেই কংগ্রেস সভাপতিকে খোঁচা দিল বিজেপি। উল্লেখ, ১৫ দিনের মানস সরোবর যাত্রায় যাচ্ছেন রাহুল গান্ধী। চিন হয়ে তাঁর সেখানে পৌঁছনোর কথা। এই প্রসঙ্গ তুলেই শুক্রবার বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র বলেন, রাহুল গান্ধীর চিনের প্রতি বিশেষ টান আছে। না হলে কেন তিনি সব বিষয়ে ভারতীয় প্রেক্ষিত বিচার না করে চিনের তুলনা টানেন। এদিন তাঁর কটাক্ষ, রাহুল যেন ভুলে না যান, তিনি ‘রাহুল গান্ধী, চাইনিজ গান্ধী না।’ ডোকালাম নিয়ে দু’দেশের মধ্যে টানাপোড়েনের সময় রাহুল যেভাবে চিনা প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছিলেন, এদিন তারও সমালোচনা করে বিজেপি।

Comments are closed.