কলকাতা এবং সংলগ্ন এলাকায় আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাষ

বঙ্গোপসাগরের ওপর মঙ্গলবার যে নিম্নচাপ তৈরি হয়েছিল তা বুধবার উত্তর-পশ্চিমদিকে সরে গেলেও এদিন কলকাতাসহ আশআশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়। আবহাওয়া দফতর সূত্রের খবর, চলতি প্রায় পুরো সপ্তাহই কলকাতা এবং সংলগ্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে। পশ্চিমবঙ্গ এবং ওড়িশার সীমান্তবর্তী এলাকায় মঙ্গলবার এই নিম্নচাপ রেখাটি সৃষ্টি হয়। যার জেরে উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ রেখাটি পশ্চিমদিকে সরছে, যার ফলে ছত্তিশগড়, মধ্যপ্রদেশে ব্যাপক বৃষ্টি হবে। কিন্তু কলকাতা এবং সংলগ্ন এলাকায় আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।

Leave A Reply

Your email address will not be published.