সুজাত বুখারির হত্যার নিরপেক্ষ তদন্তের দাবি, প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন রাইজিং কাশ্মীর পত্রিকার সংবাদ-কর্মীরা।

রাইজিং কাশ্মীর পত্রিকার সম্পাদক সুজাত বুখারির হত্যার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন ওই সংবাদপত্রের সমস্ত কর্মী। বুধবার প্রধানমন্ত্রীকে পাঠানো আবেদনপত্রে সংবাদ-কর্মীরা জানিয়েছেন, বুখারির মতো সহকর্মীকে হারিয়ে তাঁরা মর্মাহত। সুজাত বুখারি নিছক একজন সাংবাদিক ছিলেন না, কাশ্মীরে সন্ত্রাস বিরোধী আন্দোলনে মানবতার মুখ ছিলেন তিনি। তাঁকে হারিয়ে আজ মর্মাহত রাইজিং কাশ্মীর পত্রিকার প্রত্যেক সংবাদ-কর্মী। তাই দেশের প্রধানমন্ত্রীর কাছে তাঁদের আবেদন, এই প্রবীণ সাংবাদিকের হত্যাকারীরা যেন উপযুক্ত সাজা পায়। ঈদের ঠিক আগে নিহত হয়েছিলেন সুজাত বুখারি। সুজাত বুখারির হত্যার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ার পাশাপাশি অনলাইনে আবেদন রাখছেন রাইজিং কাশ্মীরের সাংবাদিকরা, যাতে এই প্রবীণ সাংবাদিকের হত্যাকারীদের শাস্তির দাবিতে সোচ্চার হন সমাজের সর্বস্তরের মানুষ। জম্মু-কাশ্মীরের সাংবাদিকরা মঙ্গলবার সুজাত বুখারির হত্যা, হত্যাকারীদের উপযুক্ত শাস্তি এবং উপত্যকার সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে এক পদযাত্রায় অংশ নেন। শ্রীনগর প্রেস এনক্লেভ থেকে শুরু হয়ে শহরের ঘন্টাঘর পর্যন্ত যান সাংবাদিকরা।

Leave A Reply

Your email address will not be published.