আরএসএসের সভায় উপস্থিতির জন্য প্রণব মুখোপাধ্যায়কে ধন্যবাদ জানানো হল দলীয় মুখপত্রে।

দেশজোড়া বিতর্ককে উপেক্ষা করে যেভাবে প্রণব মুখোপাধ্যায়ের মত ব্যক্তিত্ব আরএসএসের অনুষ্ঠানে অংশ নেন, তার জন্য দলীয় মুখপত্র ‘অর্গানাইজারে’ খুব সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন ডঃ মনমোহন বৈদ্য। প্রবীণ এই আরএসএস নেতা দু’দিন আগে দলীয় মুখপত্রে লিখেছেন, ‘দেশের প্রাক্তন রাষ্টপতি প্রণব মুখোপাধ্যায়ের নাগপুরে সংঘ পরিবারের বার্ষিক সমাবর্তনে যোগদান কার্যত এক অন্য মাত্রা পেয়েছে। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আবেদন আসছে আরএসএসের সদস্য হতে চেয়ে। ১ জুন থেকে ৬ই জুন যেখানে আরএসএসের সদস্য হওয়ার জন্য দিনে গড়ে ৩৭৮ টি আবেদন পত্র এসেছিল। সেখানে ৯ই জুন প্রণববাবুর ভাষণের দিন আবেদন জমা পড়েছে ১৭৭৯ টি’। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যে লক্ষ্যমাত্রা সামনে রেখে প্রণব মুখোপাধ্যায়কে অনুষ্ঠানে হাজির করতে চেয়েছিল আরএসএস, আপাতভাবে তাদের সেই লক্ষ্য সফল।
সমস্ত রাজনৈতিক জল্পনা উস্কে দিয়ে গত ৯ই জুন নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি। ২৬ জুন একটি সুদীর্ঘ প্রতিবেদনে ডঃ বৈদ্য লিখেছেন, ‘কোনও চাপের কাছে নতি স্বীকার না করে প্রণবদা যেভাবে সংঘ পরিবারের বার্ষিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন, তা সত্যই অনুসরণযোগ্য’। তিনি আরও লেখেন, ‘আরএসএসের প্রতিষ্ঠাতা হেগড়েওয়ারকে ভারত মাতার মহান সন্তান বলেও অভিহিত করেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়’। সংঘ প্রধান মোহন ভাগবত এবং প্রণব মুখোপাধ্যায়ের বক্তব্যের মধ্যে মিল রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে এই প্রতিবেদনে। মোহন ভাগবত এবং প্রাক্তন রাষ্ট্রপতি উভয়ই প্রাচীন ভারতের পাঁচ হাজার বছরের ঐতিহ্যের পরম্পরার কথা তুলে ধরেছেন।

Leave A Reply

Your email address will not be published.