সব বয়সের মহিলাই প্রবেশ করতে পারবেন সাবরিমালা মন্দিরে, রায় সুপ্রিম কোর্টের

যুগান্তকারী রায় দেশের শীর্ষ আদালতের। সব বয়সের মহিলাই প্রবেশ করতে পারবেন কেরলের সাবরিমালা মন্দিরে, শুক্রবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এদিন প্রধান বিচারপতি দীপক মিশ্রের  নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এই রায় দিয়েছে।
যদিও এই রায় সর্বসম্মত নয়, বাকি চার বিচারপতির সাথে দ্বিমত পোষণ করেছেন, বিচারপতি ইন্দু মালহোত্র। তবে চার-এক হিসাবে সংখ্যাগরিষ্ঠ বিচারপতির এই রায়ই এবার প্রযোজ্য হবে। কোর্ট এদিন বলেছে, ধর্মাচারণ একজন মানুষের পরিচিতি ও সম্ভ্রমের সাথে জড়িত, সংবিধান অনুযায়ী ধর্মীয় আচার পালন করার অধিকার সবার রয়েছে। তাই শুধু মাত্র শারীরিক কারণে মহিলাদের মন্দিরে প্রবেশ করতে দেওয়া যাবে না, এই যুক্তি খাটে না।
উল্লেখ্য, ঋতুমতী মহিলা মূলত ১০ থেকে ৫০ বছর বয়সী মহিলাদের সাবরিমালা মন্দিরে প্রবেশ করতে দেওয়া যাবে না, তাতে ইষ্ট দেবতা আয়াপ্পা রুষ্ট হন, যুগ যুগ ধরে (প্রচলিত আছে প্রায় ৮০০ বছর ধরে) এই নিয়মই চালু আছে কেরলের সাবরিমালা মন্দিরে। এই নিয়মের বিরদ্ধেই আবেদন জমা পড়েছিল শীর্ষ আদালতে।
আবেদনকারীদের দাবি ছিল, ভেদাভেদ সৃষ্টিকারী এই নিয়মে হস্তক্ষেপ করুক সুপ্রিম কোর্ট। এদিন সেই আবেদনের প্রেক্ষিতেই এই রায় দিল কোর্ট। যদিও সাবরিমালা মন্দিরের বোর্ডের তরফে কোর্টে এই আবেদনের বিরোধিতা করে বলা হয়, যুগ যুগ ধরে চলে আসা এই নিয়ম সকলেই মেনে নিয়েছেন, এতে ভেদাভেদের কোনও অভিযোগ নেই। তবে কোর্ট এদিন জানিয়েছে,  সংবিধান সকলকে স্বাধীনভাবে ধর্মাচরণের যে অধিকার দিয়েছে, সাবরিমালা মন্দিরের নিয়ম তার উর্দ্ধে নয়।

Comments are closed.