পুলওয়ামা কাণ্ডে নিরাপত্তা ব্যবস্থায় গলদ ছিল, বললেন জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক

কাশ্মীরের পুলাওয়ামায় জঙ্গি হানায় ৪৪ জন আধা সেনা জওয়ানের মৃত্যুর ঘটনায় নিরাপত্তা ব্যবস্থায় গলদ থাকার কথা স্বীকার করে নিলেন জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক। বৃহস্পতিবার রাতে এক বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, জঙ্গিরা আত্মঘাতী হামলা চালাতে পারে গোয়েন্দারা এমন সতর্কবার্তা কাশ্মীরের কর্তব্যরত বিভিন্ন নিরাপত্তা সংস্থাকে আগাম জানিয়েছিল। সতর্কবার্তা থাকা সত্ত্বেও, আড়াই হাজারের বেশি জওয়ানকে নিয়ে যাত্রা করছিল যে সিআরপিএফ কনভয়, তাতে ফাঁক-ফোকর থেকে গিয়েছিল। নিরাপত্তায় গলদ না থাকলে বিস্ফোরক বোঝাই গাড়ি এভাবে আধা সেনা জওয়ানদের কনভয়ে ঢুকে পড়তে পারত না।
পাশাপাশি, কাশ্মীরে অশান্ত পরিস্থিতির জন্য তথাকথিত দেশপ্রেমী সংবাদমাধ্যম এবং রাজনৈতিক দলের একাংশকেও কাঠগড়ায় তুলেছেন জম্মু-কাশ্মীরের রাজ্যপাল। তাঁর কথায়, উত্তর প্রদেশের মেরঠে ৫ জন খুন হলেও সংবাদমাধ্যম তা নিয়ে খুব একটা সরব হয় না। অথচ কাশ্মীরে একজন খুন হলেই উপত্যকায় আগুন জ্বলছে বলে প্রচার করতে শুরু করে দেয়।

Comments are closed.