বাংলাদেশে ফের হাসিনার সরকার, ৩০০ র মধ্যে ২৮৮ আসন পেল আওয়ামী লিগ

ফের বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা। বাংলাদেশের সাধারণ নির্বাচনে ৩০০ টির মধ্যে ২৮৮ টি আসন জিতে নয়া নজির গড়ল আওয়ামী লিগ।
বাংলাদেশের সাধারণ নির্বাচন শেষ হওয়ার পর রবিবার বিকেলে শুরু হয় ভোট গণনা। গণনার প্রথম থেকেই বড়সড় জয়ের আভাস পাচ্ছিলেন শেখ হাসিনা। গণনার প্রথম থেকেই বিরোধীদের তুলনায় বহু ভোটে এগিয়ে ছিলেন আওয়ামী লিগের প্রার্থীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত, ৩০০ টি আসনের মধ্যে আওয়ামী লিগ জোট পেয়েছে ২৮৮ টি আসন। বিএনপি ৬টি এবং অন্যান্যরা ৪ টি আসন পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ ৩ নম্বর কেন্দ্র থেকে ২ লক্ষ ৩২ হাজার ভোট পেয়েছেন।
চতুর্থবারের জন্য বাংলাদেশে সরকার গড়তে চলেছেন শেখ হাসিনা। রবিবার রাতের মধ্যেই ১৯১টি আসনে জিতে যায় আওয়ামী লিগ। আওয়ামী লিগের প্রার্থীদের মধ্যে কেউ কেউ জিতেছেন বিপুল ভোটে। আর বিরোধীদের দখলে গিয়েছে মাত্র সামান্য কয়েকটি আসন। যদিও ভোট পর্বের প্রথম থেকেই বিরোধী দলের দাবি, শাসক দল সন্ত্রাস করছে। ভোট চলাকালীন মোতায়েন হয়েছিলেন প্রায় ৬ লাখ নিরাপত্তা কর্মী। তবুও হিংসা এড়ানো যায়নি। মৃত্যু হয়েছে বেশ ১৭ জনের। মৃত্যু হয়েছে ১ পুলিশ কর্মীরও। শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনেছেন বিরোধী দলগুলি। প্রধান বিরোধী দল বিএনপি’র মুখপাত্র সইদ মোয়াজ্জেম হুসেন বলেছেন, ৩০০ টির মধ্যে ২২১টি আসনেই অনিয়ম হয়েছে। ফলাফল প্রকাশিত হওয়ার পরও সেই অভিযোগ তুলেছেন বিরোধী নেতারা। নিরপেক্ষ সরকারের অধীনে নতুন করে ভোট নেওয়ার দাবি তুলেছে বিরোধী দলগুলি।

Comments are closed.