ক্যান্সারে আক্রান্ত সোনালি বেন্দ্রে, ট্যুইটে মারফৎ নিজেই জানালেন অভিনেত্রী

ইরফান খানের পর এবার সোনালি বেন্দ্রে। ক্যান্সার থাবা বসালো বলিউডের আরেক নামী অভিনেতার শরীরে। মাস তিন-চার আগেই জানা গিয়েছিল, মস্তিস্কের এক বিরল ক্যান্সারে আক্রান্ত অভিনেতা ইরফান খান। বিষয়টি নিয়ে সপ্তাহ দুয়েক আগে নিজে সংবাদ মাধ্যমে মুখও খুলেছেন ইরফান। এবার সামনে এল অভিনেত্রী সোনালী বেন্দ্রের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর। বুধবার নিজের ট্যুইটার পেজে একটি পোস্ট মারফৎ একথা জানিয়েছেন এই বলিউড অভিনেত্রী। পোস্টে সোনালি লিখেছেন, সম্প্রতি তাঁর শরীরে ক্যান্সারের উপস্থিতি ধরা পড়েছে। বর্তমানে নিউ ইয়র্কে ডাক্তারদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। সোনালির কথায়,’জীবন মাঝে মাঝে এমন মোড়ের সামনে দাঁড় করিয়ে দেয়, যা অপ্রত্যাশিত। সামান্য কিছু ব্যাথা, তারপর পরীক্ষা, তরপরই জানা যায় আমার শরীরে এই রোগের উপস্থিতির কথা।’ তবে ক্যান্সার ধরা পড়লেও, ঘটনায় তিনি যে ভেঙে পড়েননি তাও প্রকাশ পেয়েছে সোনালির ট্যুইট বার্তায়। সোনালি লিখেছেন, ‘দ্রুত এর চিকিৎসা শুরু করা ছাড়া আর কোনও উপায় ছিল না। চিকিৎসা শুরু হয়েছে। সামনের যাবতীয় পরিস্থিতির সম্মুখীন হতে ও লড়াই করতে আমি প্রস্তুত’। এই পরিস্থিতিতে পাশে থাকার জন্য নিজের পরিবার ও বন্ধুদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

৯০ এবং ২০০০-এর দশকে ‘হাম সাথ সাথ হ্যায়’, ‘সারফারোসের’ মতো একাধিক জনপ্রিয় হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন সোনালি। পরে বিয়ে করেন পরিচালক-প্রযোজক গোল্ডি বহেলকে। তবে ইরফান বা সোনালিই প্রথম নন। এর আগে বলিউডের একাধিক নামী কলাকুশলীর শরীরে থাবা বসিয়েছে এই জটিল রোগ। তালিকায় রয়েছেন পরিচালক অনুরাগ বসু, অভিনেত্রী মনীষা কৈরালা, মুমতাজ, লিজা রে’র মতো ব্যক্তিত্বরা। তাঁদের মধ্যে অনেকেই আবার চিকিৎসার পর সুস্থ জীবনে ফিরেও এসেছেন। এই ক্যান্সারের মারণ কামড়েই প্রাণ হারিয়েছিলেন বিখ্যাত অভিনেত্রী নার্গিস।

Leave A Reply

Your email address will not be published.