এই প্রথম গণেশ চতুর্থীতে পরিবার থেকে দূরে, ট্যুইট করে শুভেচ্ছা সোনালী বেন্দ্রের

মেটাস্টেটিক ক্যান্সারে আক্রান্ত সোনালী বেন্দ্রে বর্তমানে নিউ ইয়র্কে চিকিৎসাধীন। কেমোথেরাপি চলছে তাঁর। এই প্রথম গণেশ চতুর্থীতে দেশের থেকে বাইরে পরিবারের থেকে দূরে কাটাচ্ছেন সোনালী বেন্দ্রে। ১৩ বছরের ছেলে রনভীর ও স্বামী গোল্ডি বেহেল এতদিন সোনালির সঙ্গে নিউ ইয়র্কে থাকলেও গণেশ পুজো উপলক্ষ্যে বাড়ি ফিরেছেন। সোনালী আসতে পারেননি মুম্বইয়ে। তবে বৃহস্পতিবার নিজে নিউইয়র্কে বসে বাড়ির গণেশ পুজোর ছবি পোস্ট করেছেন ৪৩ বছরের এই অভিনেত্রী। ছবিতে সোনালীর ছেলে রণভীরকে দেখা যাচ্ছে গণেশ পুজো করতে। এই ছবিটির সঙ্গে একটি আবেগ মিশ্রিত বার্তাও পোস্ট করেছেন সোনালী। লিখেছেন, ‘গণেশ চতুর্থী সব সময় আমার প্রাণের অত্যন্ত কাছের। এবছর পুজোয় অংশ নিতে না পেরে খুব মিস করছি। তাও নিজেকে আশির্বাদধন্য বলেই মনে করছি।’
সবাইকেই গণেশ চতুর্থীর ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী। গত জুলাই মাসে নিজেই ট্যুইট করে ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন সোনালী বেন্দ্রে। বলেছিলেন, দীর্ঘ চিকিৎসার জন্য নিউ ইয়র্কে থাকতে হবে। তবে দেশ থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ সোনালী। নিয়মিত নিজের ছবি শেয়ার করেন, সেখানে মনের কথা লেখেন তিনি।

Comments are closed.