ক্ষুদ্র শিল্পের ব্যাপক প্রসারে উদ্যোগী রাজ্য, বোলপুরে ৩৭ হস্তশিল্পীকে জমি বরাদ্দ

রাজ্যে বড় ও ভারি শিল্পের পাশাপাশি ক্ষুদ্র ও কুটির শিল্পকেও সমান গুরুত্ব দেওয়ার নীতি নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে হস্তশিল্পের প্রসারে তেমনই একটি পদক্ষেপ নিল রাজ্য সরকার। বীরভূম জেলার বোলপুরে বিশ্ব ক্ষুদ্র বাজারে বিভিন্ন হস্তশিল্পজাত দ্রব্য তৈরির জন্য ৩৭ জন শিল্পীকে জমি দিচ্ছে রাজ্য সরকার। মন্ত্রিসভার বৈঠক শেষে রাজ্যের শিল্পমন্ত্রী অমিত মিত্র জানিয়েছেন, ২৩ জন হস্তশিল্পীর জন্য জমি ইতিমধ্যেই বরাদ্দ করে ফেলা হয়েছে। বাকি ১৪ জন শিল্পীকেও খুব দ্রুত জমি দেওয়া হবে। হস্তশিল্পের ব্যাপক প্রসারের লক্ষ্যেই এই পরিকল্পনা বলে রাজ্য প্রশাসন সূত্রে খবর। অর্থমন্ত্রীর কথায়, হস্তশিল্পে যুক্ত ৫ হাজার মানুষ উপকৃত হবেন রাজ্যের এই উদ্যোগে। কাঁথা স্টিচ, টেরাকোটার পুতুল ও গয়না তৈরি থেকে বিভিন্ন হস্তশিল্পজাত দ্রব্য তৈরি ও তাকে বাজারজাত করার জন্য বীরভূমে রাজ্য সরকার তৈরি করছে বিশ্ব ক্ষুদ্র বাজার। যেখানে তিনটি ইউনিট কাজ করবে। প্রথম দল যুক্ত থাকবে পণ্য তৈরির কাজে। দ্বিতীয় বিভাগের দায়িত্ব পণ্যের প্রচারমূলক আর তিন নম্বর ইউনিট বিপণনের কাজে সাহায্য করবে। রাজ্য ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগম রয়েছে এই প্রকল্পের তত্ত্বাবধানে।

Comments are closed.